| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন'


'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন'


রহমত ডেস্ক     14 August, 2022     01:24 PM    


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম।  তিনি বলেন, পৃথিবীতে যত প্রধানমন্ত্রী রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার এসব বিষয় মাথায় নিয়ে; নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলা বা নাশকতার তথ্য নেই বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম বলেছেন, পুলিশের সবগুলো সংস্থাই এই বিষয়ে সতর্ক আছে। একই সাথে ৩২ নম্বরকে কেন্দ্র করেও বাড়তি নিরাপত্তার কথা জানান তিনি। জাতীয় শোকদিবসে যানবাহন চলাচলের নির্দেশনাও দেন ডিমপি কমিশনার।